মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাইক্রোবাসের চাপায় ফারুক আহমদ (৩২) নামে এক পথচারি নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছে মাইক্রোবাসের ৫ জন যাত্রী।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের কুমিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফারুক আহমদ কুলাউড়া উপজেলার লালপুর এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে। আহতদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্ত্তি করা হয়েছে। তাদের বাড়ী হবিগঞ্জ জেলায় বলে পুলিশ জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মৌলভীবাজার থেকে ঢাকা মেট্রো চ-২৫১৯ নাম্বারের একটি মাইক্রোবাস কুলাউড়া যাচ্ছিল পথে ব্রাক্ষণবাজারের কুমিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ফারুক আহমদকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ফারুক আহমদকে সিলেট ওসমানি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।