বানিয়াচংএ রাস্তা সংস্কারের টাকা আত্মসাত : প্রতিকার চেয়ে জেলা দুর্নীতি দমন কমিশিনে অভিযোগ
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলা সীমান্তবর্তী বানিয়াচং উপজেলার ৭ নং বড়ইউড়ি ইউনিয়নের হলদারপুর-কালাইনজুড়া গ্রামের রাস্তা সংস্কারের বরাদ্দকৃ কাবিখা প্রকল্পের ১ লক্ষ ৯৩ হাজার ৫ শত টাকা কোন প্রকার কাজ না করেই ভূয়া মাষ্টারোল দাখিল করে প্রজেক্টের টাকা আত্মসাত করা হয়েছে। গ্রাম বাসী এ ব্যাপারে হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনে ১০৭ জনের স্বাক্ষরসহ লিখিত অভিযোগ প্রেরন করেছেন।
জানাযায়, বানিয়াচং উপজেলার ৭ নং বড়ইউড়ি ইউনিয়নের হলদারপুর-কালাইনজুড়া গ্রামের হলদারপুর গোলাম রব্বানী মিয়ার বাড়ী থেকে কালাইজুরা পর্যন্ত রাস্তার পুনসংস্কারের জন্য গ্রামীন অবকাঠামো উন্নয়ন কাবিখা প্রকল্পের আওতায় উল্লেখিত টাকা বরাদ্দা দেওয়া হয়। প্রস্তাবিত প্রকল্পের সভাপতি ঐ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মহিলা সদস্যা রাহেলা হক,সম্পাদক হাবিবুর রহমান ও সদস্য গোলাম রব্বানী,হিরন খাঁ,নুরুন নেছাকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ঐ কমিটির সভাপতি মহিলা মেম্বার ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান একে অপরের যোগসাজসে অন্যান্য সদস্যদের স্বাক্ষর নিয়া প্রকল্পের পুরো টাকা উত্তোলন করে কোন প্রকার কাজ না করে আত্মসাত করে ফেলেন। পরে নিয়ন অনুসারে একটা ভূয়া মাষ্টারোল দাখিল করেন। গ্রামবাসী বিষয়টি অবগত হয়ে উপজেলা পিআইও,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি মৌখিকভাবে অবগত করে কোন প্রকার প্রতিকার না পেয়ে গত ২০ শে জুলাই হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন উপ-পরিচালক বরাবর এই অনিয়মের প্রতিকার চেয়ে মোঃ কামাল মিয়া,ছানর মিয়া,মাজহারুল ইসলাম,সুহেল আলমগীরসহ ১০৭ জনের স্বাক্ষরসহ লিখিত অভিযোগ দায়ের করেন।