ফিলিস্তিনে ইসরাইলের হামলা প্রতিবাদে বিশ্বনাথে বাতিঘর’র মানববন্ধন

photoবিশ্বনাথ প্রতিনিধি: ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরীহ মুসলমান নারী, পুরুষ ও শিশুদের উপর বর্বর ইহুদি রাস্ট্র ইসরাইলের নারকীয় গণহত্যার প্রতিবাদে এবং বন্ধের দাবিতে বাতিঘর সময়ের শৈল্পিক প্রজ্জ্বলন ‘বাতিঘর’ আয়োজিত এক মানববন্ধন স্থানীয় রাজাগঞ্জবাজারে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়।
বাতিঘর সভাপতি মাস-উদ-হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় মানববন্ধনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ কবির আহমদ।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, এলাহাবাদ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা এটিএম. নূরউদ্দিন, সংগঠক এটি.এম আব্বাস, জসিমউদ্দিন কাওছার, মাওলানা হাবিবুর রহমান সুজন, শরীফ আহমদ রাজু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আ.ফ.ম হোসাইন, মাহবুবুল ওয়াছেহ, কামরুল ইসলাম, ডাক্তার চুনু মিয়া, চেরাগ আলী, ইউসুফ আলী মেম্বার, মিজাজুল হোসেন, ক্বারী ওলিউর রহমান, মুহিবুর রহমান সুইট, মাওলানা মুছাদ্দিক হোসেন হাবিব, হাফিজ আবদুর রহিম, শানিহ মিয়া, ক্বারী ফজলুর রহমান, শাহ সিদ্দিকুর রহমান, মোজাহিদ আলী, হাফিজ জিয়াউর রহমান প্রমূখ।
এছাড়া মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বিশ্বনাথ প্রেসক্লাব, রাজাগঞ্জবাজার ব্যবসায়ী সমিতি, রুস্তুমনগর ফাউন্ডেশন, লতিফিায়া স্মৃতি পরিষদ ও নিঝুম এন্টারপ্রাইজ। মানববন্ধন শেষে ফিলিস্তিনিবাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন রাজাগঞ্জবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল মোমিন।