অতিরিক্ত জেলা প্রশাসকের কক্ষে স্বাক্ষীকে মারধর করলেন ইউএনও
সুরমা টাইমস ডেস্কঃ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেড নূরুল হকের সামনে তার কার্যালয়ে এক ব্যক্তি মারধর করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম। ওই ব্যক্তি অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে এক অভিযোগের শুনানীতে স্বাক্ষী দিতে এসেছিলেন। মঙ্গলবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, গোয়াইঘাট উপজেলাধীন বিছনাকান্দি পাথর কোয়ারীতে খাস কালেকশন সংক্রান্ত বিষয়ে ইউএনও’র বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন ওই উপজেলার কালামাধব গ্রামের হারুন উর রশিদ। অতিরিক্ত জেলা প্রশাসক এজেড নূরুল হকের অফিসে ওই অভিযোগের শুনানীর দিন ধার্য্য ছিল মঙ্গলবার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম এবং অভিযোগকারী হারুন অর রশীদ ও তার স্বাক্ষী মদরিছ আলী মঙ্গলবার বেলা ১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসকের কক্ষে উপস্থিত হন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে স্বাক্ষী মদরিছ আলীর উপর চড়াও হন ইউএনও। তিনি মদরিছ আলীকে মারধরও করেন। পরে ইউএনও আজিজুল ইসলাম ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানকে ফোন করে অতিরিক্ত জেলা প্রশাসকের অফিসে নিয়ে আসেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মদরিছ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন তিনি। তখন অতিরিক্ত জেলা প্রশাসক এজেড নুরুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা না করার সুপারিশ করে অভিযোগের শুনানীর তারিখ ২৪ আগস্ট নির্ধারণ করেন। এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি গাড়িতে আছেন, গাড়ি থেকে নেমে কলব্যাক করবেন বলে জানান। পরে তিনি আর ফোন করেননি। অতিরিক্ত জেলা প্রশাসক এজেড নূরুল হকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন।