বিশ্বম্ভরপুরে জনতা কর্তৃক গরু সহ চোর আটক, অতপর পুলিশে সর্পোদ
কামাল হোসেন,তাহিরপুর: বিশ্বম্ভরপুর উপজেলায় জনতা কর্তৃক চুরি হয়ে যাওয়া গরু সহ হাতে নাতে রহিছ মিয়া (২৫)নামক এক গরু চোরকে আটক করে থানা পুলিশের কাছে সর্পোদ করেছে । সে উপজেলার সুরেশনগর গ্রামের মৃত লাল মিয়া মন্ডল এর ছেলে। জানা যায় , বিশ্বম্ভরপুর উপজেলা সদর কৃষ্ণনগর গ্রামের সাংবাদিক স্বপন কুমার বর্মন এর বাড়ির গোয়াল ঘর থেকে গত সোমবার রাতে কোন এক সময়ের মধ্যে একটি বকনা গরু চুরি করে নিয়ে । গরুর মালিক আশ-পাশের লোকজনকে অবহিত করে চতুরর্দিক খোঁজা-খুজি করতে থাকলে এক র্পযায়ে খবর পান যে, ধনপুর ইউনিয়নের আসামগাও গ্রামের জনৈক রফিকুল ইসলামের বাড়ীর পিছনের রাস্তায় গরু চুরি করে নিয়ে যাবার পথে গরু সহ চোরকে স্থানীয় জনগন হাতে নাতে আটক করে । পরে সংবাদ ভিত্তিতে গরুর মালিক ঘটনাটি বিশ্বম্ভরপুর থানা পুলিশকে অবহিত করে পুলিশ ও গরুর মালিক ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত জনতা ও পুলিশের উপস্থিতিতে আটককৃত গরু ও চোর রহিছ মিয়াকে পুলিশের হাতে সর্পোদ করে। এসময় জনতার উপস্থিতি টের পেয়ে অন্যান্য সহযোগী চোরগন পালিয়ে যায়। এ ব্যাপারে ২২জুলাই বিশ্বম্ভরপুর থানায় ১টি এজাহার দায়ের করা হয়। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদুর রহমান বলেন, গরু চুরি ও অন্যান্য চুরিসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদা তৎপর রয়েছে এবং তিনি আরোও বলেন স্থানীয় জনগনের সহায়তা থাকলে সাধারন জনগনকে সার্বিক নিরাপত্তা দেওয়া সম্ভব। পুলিশ আটক গরু চোরকে গতকাল সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করে।