তাহিরপুরে বিজিবি কর্তৃক ৬ ডাকত সদস্য আটক

পাইপগান, বুলেট ও দেশীয় অস্ত্র উদ্ধার

bsf2কামাল হোসেন, তাহিরপুর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সিমান্ত এলাকা থেকে আন্ত উপজেলা ৬ ডাকত সদস্যকে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানাযায়, গতকাল সোমবার রাত সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে লাউড়েরগড় সীমান্ত ফাঁিড়র নায়েব সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য অভিযোন চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাক্ষনগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মন্নাছের ছেলে সাইফুল আলম(২৫), মন্তাজ মিয়ার ছেলে বিল্লাল মিয়া(২২), পুরানঘাট গ্রামের সুরুজ আলীর ছেলে বাদল মিয়া(২৩) একই ইউনিয়নের চাঁনপুন গ্রামের তাহের আলীর ছেলে ইসলাম উদ্দিন(২২) ও বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ গ্রামের লালু মিয়ার ছেলে সোহরাব আলী(২৫) ও একই গ্রামের হাবি মিয়ার ছেলে শহিদুল (২০)। এসময় তাদের কাছ থেকে ১টি পাইপগান , ২টি উইনচেষ্টার বুলেট, ১টি খাসিয়া দা, ১টি কুড়াল, ৪টি মোবাইল, ৬টি সিম ও বাংলাদেশী ২শত টাকা উদ্ধার করে বিজিবি। জানাযায়, গতকাল সোমবার রাতে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্তের মেইন পিলার ১২০৩ এর ৮ এস পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে সাহিদাবা গ্রাম এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে বৃষ্টি এলে এসময় ডাকাতরা বাবুল মিয়ার ঘরে অবস্থান করলে এলাকাবাসীর সহযোগিতায় বিজিবি সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়। পরে সুনামগঞ্জ-৮ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মিজান মঙ্গলবার সকালে লাউড়েরগড় এলাকাবসীর উপস্তিতিতে এক মত বিনিময় সভা করে অস্ত্রসহ ৬ ডাকাত সদস্য আটকের বিষয়টি অবহিত করেন। পরে সকাল ১০ টায় ওই ৬ ডাকাত সদস্যকে তাহিরপুর থানায় প্রেরণ করেন। এ ব্যপারে তাহিরপুর থানার ওসির দায়িত্বে থাকা এস আই জামাল বলেন, আটককৃত ৬ ডাকাত সদস্যের বিরোদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।