নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত আটক
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উলুকান্দি গ্রামে গত সোমবার গভীর রাতে ডাকাতি করার চেষ্টাকালে স্থানীয় জনতা রফিকুল ইসলাম (২২) নামে এক ডাকাতকে আটক করে সে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের। পরে পালিয়ে যাওয়ার সময় কুর্শি ডেবনার ব্রীজ এলাকা থেকে পুলিশ ও স্থানীয় জনতা বাউশা ইউনিয়নের চানপুর গ্রামের ছালিকুজ্জামান (২৪) কে আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন চুরি ডাকাতির কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
সুত্রে জানা যায়, উপজেলার উলুকান্দি গ্রামের আব্দুল মুকিতের বাড়িতে ওই দিন গভীর রাতে একদল দুর্বৃত্ত ডাকাতি করার প্রস্তুতি নেয়। এবং বাড়ির দুতলার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশের চেষ্টা কালে এ সময় ওই বাড়ি ও আশপাশ এলাকার লোকজন জেগে গেলে ডাকাতদের ধাওয়া দেয়া হয় পরে ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরে এলাকাবাসী উত্তম মধ্যম দিয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়।