আবারো বিয়ে করলেন অভিনেত্রী লুৎফুন নাহার লতা
নিউইয়র্ক থেকে এনা: বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী এবং দীর্ঘদিন নিউইয়র্কে বসবাসরত অভিনেত্রী লুৎফুন নাহার লতা আবারো বিয়ে করলেন। স্বামী ইহুদী ধর্মাবলম্বী সুইস বংশোদ্ভূত মার্কিন নাগরিক সিপিএ মার্ক ওয়েনবার্গ।
গত ১৮ জুলাই (নিউইয়র্ক সময়) সন্ধ্যায় নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা রেস্টুরেন্টে লতা এবং মার্কের বিবাহ উত্তর অভ্যর্ত্থনা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রী লতার ঘনিষ্ঠজন ছাড়াও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিনিধি এবং রাষ্ট্রদূত ড. এ কে মোমেন, কাউন্সিলম্যান ড. নূরন্নবী, লেখক ড. মীজান রহমান, অভিনেতা হাসান ইমাম, অভিনেত্রী লায়লা হাসান, বেলাল বেগ, শিল্পী শহীদ হাসান, সৈয়দ মোহাম্মদ উল্যাহ, ড. প্রদীপ রঞ্জন কর, ড. ওয়ালিদ চৌধুরী, সাংবাদিক মনজুর আহমদ, অভিনেত্রী রেখা আহমেদ, মোর্শেদ আলম, মিনহাজ আহমেদ সাম্মু, সাংবাদিক আকবর হায়দার কিরণ, মোহাম্মদ আলী বাবুলসহ কম্যুনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যদিকে মার্কের মা পলা ওয়েনসহ তার বন্ধু- বান্ধব বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানা গেছে, ১২ জুলাই বাঙালি রীতি অনুযায়ী গায়ে হলুদ অনুষ্ঠিত হয় এবং ১৮ জুলাই বিয়ে। জানা গেছে, এই বিয়েতে লুৎফুন নাহার লতার ছেলে সিদ্ধার্থেরও মতামত ছিলো। উল্লেখ্য লুফুন নাহার লতা তার স্বামী মেজর (অব:) নাসির উদ্দিনের সাথেই ১৯৯৭ সালে আমেরিকায় চলে আসেন এবং কয়েক বছরের মধ্যেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। লুফুন নাহার লতা নিউইয়র্ক সিটির বোর্ড অব এডুকেশনে চাকরি করছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং কর্মকান্ডর সাথে জড়িত। লুৎফুন নাহার লতার এই বিয়েটি নিউইয়র্কে এখন টক অব দ্যা কম্যুনিটিতে পরিণত হয়েছে। উল্লেখ্য লতার অভিনীতি নাটকগুলোর মধ্যে সাড়া জাগানো নাটক ছিলো এই সব দিনরাত্রি এবং বহুব্রীহি।