নগরীতে পৌর মেয়রের ভাইকে পুলিশ-জনতার গনধুলাই
সুরমা টাইমস রিপোর্টঃ নগরীতে যানজট সৃষ্টি করা ও পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে অশালীন আচরণ করায় সুনামগঞ্জের ছাতক উপজেলার পৌর মেয়রের ভাই কামাল চৌধুরীকে পিঠিয়েছে পুলিশ-জনতা। বৃহস্পতিবার ইফতারের আগমুহুর্তে নগরীর নয়াসড়ক পয়েন্টে এ ঘটনা ঘটেছে বলে মহানগর পুলিশের পদস্থ এক কর্মকর্তা নিশ্চিত করেন।
আহত কামাল আহমদ চৌধুরীকে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
প্রত্যদর্শীরা জানান, কামাল চৌধুরী তার বহনকারী প্রাইভেটকারটি নয়াসড়ক পয়েন্ট সংলগ্ন রাস্তায় দাঁড় করিয়ে রাখেন। এ সময় ট্রাফিক সার্জেন্ট তাকে গাড়িটি সরাতে অনুরোধ করেন। কয়েকবার বলার পরও গাড়ি না সরিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন তিনি।
এসময় কামাল নিজেকে ছাতক উপজেলা পৌর মেয়রের ভাই পরিচয় দেন। এক পর্যায়ে ওই পয়েন্টে সাদা পোষাকে কর্তব্যরত উপ-পুলিশ কমিশনার (উত্তর) এজাজ আহমদ এগিয়ে গিয়ে তাকে গাড়ি সরাতে নির্দেশ দেন। কিন্তু কামাল চৌধুরী রাগান্বিত হয়ে ওই পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। পরবর্তীতে পুলিশ-জনতা মিলে তাকে গণধোলাই দিয়ে হাসপাতালে প্রেরণ করে।