কালাগুল বাগানে চা শ্রমিক ধর্মঘট চলছে
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
কালাগুল চা বাগানে শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চা শ্রমিক সংঘের নেতৃবৃন্দ। গতকাল কালাগুল চা বাগানে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন কালাগুল চা বাগান পঞ্চায়েত সভাপতি চা শ্রমিক সংঘের নেতা ভাষান ছত্রী। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চা শ্রমিক সংঘ সিলেট ভ্যলি কমিটির নেতা রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মাহাত্ব কুর্মী, কৃষক সংগ্রম সমিতি সিলেট জেলা শাখা নেতা সুজন আহমদ, মো: জামাল মিয়া। বক্তব্য রাখেন কালাগুল গ্রাম মুরব্বি রাম চন্দ্র বাউরী, মো: বেলাল মিয়া, চা শ্রমিক সর্দার শ্যামল ছত্রি, চা শ্রমিক সংঘ মালনী চড়া কমিটির সাধারণ সম্পাদক সংকর নায়েক, কালাগুল শাখার নেতা মঙ্গল চাষা, সুলচনা, অন্নদা বসাক, রঞ্জু নায়েক,সোহাগ ছত্রি। শ্রমিকদের মজুরি বৃদ্ধি, পূর্ণাঙ্গ রেশন, এম বি বি এস ডাক্তার, মহিলা শ্রমিকদের জন্য মহিলা ডাক্তার, বাগান ব্যবস্থাপকের সাথে চুক্তি কার্য্যকর চা শ্রমিদের উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রত্যাহার, চা শ্রমিক নেতা রুপক দাস, ট্রেড ইউনিয়ন সংঘের নেতা নুরুল ইসলাম মকবুল এর নি:শর্ত মুক্তি দাবিতে ১ জুলাই থেকে কালাগুল চা শ্রমিকদের আন্দোলন শুরু হয়েছে এবং এই আন্দোলন অব্যহত রয়েছে। সরকারী দলের সিনিয়র নেতা, প্রশাসন, বাগান ব্যবস্থাপক আলোচনা বৈঠক করলেও শ্রমিকরা দাবি পূরণের লিখিত আশ্বাস না পাওয়ায় শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছেন। সাধারণ সভায় চা শ্রমিকদের নিয়ে সংবাদ পত্রে প্রকাশিত বিভিন্ন সংবাদ পড়ে শুনানো হয় এবং কালাগুল চা শ্রমিকদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত বিষয়ে আলোচনা হয় এবং তার আলোকে বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়। সভা থেকে শ্রমিকদের দাবি পূরণ করে বাগান চালু, চা শ্রমিক নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে আটক শ্রমিক নেতৃবৃন্দের মুক্তির দাবী জানানো হয়।