অবৈধ বিষয় নিয়ে আমার কোনো সাহায্য পাবেন না : আরিফ
সুরমা টাইমস ডেস্কঃ নগরীতে বন্ধ করে দেওয়া ইজিবাইক (টমটম) পুণরায় চালুর দাবিতে নগর ভবন ঘেরাও করেছে ইজিবাইক চালকরা। গতকাল সোমবার দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত তারা সিটি করপোরেশন ভবন ঘেরাও করে অবস্থান নেয়। পরে মেয়র আরিফুল হক চৌধুরী অর্থমন্ত্রীকে নিয়ে বিষয়টি কিভাবে বৈধভাবে সমাধান করা যায়, সেই আশ্বাস দিলে ইজিবাইক চালকরা অবস্থান তুলে নেয়। সম্প্রতি নগরীতে ইজিবাইক চলাচল নিষিদ্ধ করে সিলেট সিটি করপোরেশন। এরপর ইজিবাইক চালকরা দফায় দফায় সিটির বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সাথে বৈঠক করেও কোনো আশ্বাস পায়নি। এ অবস্থায় গতকাল ক্ষুব্দ ইজিবাইক চালকরা সিলেট সিটি করপোরেশন ঘেরাও করে অবস্থান নেয়। সিলেট অটোবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা বরকত উল্লাহর সভাপতিত্বে ও কামাল আহমদের পরিচালনায় এসময় বক্তব্য দেন, শ্রমিক নেতা সৈয়দ গোলাম রহমান, জুবের খান, মো. আলী, হেলাল মিয়া, আব্দুর রাজ্জাক, দেলোয়ার হোসেন, বাবুল মিয়া, আবুল হোসেন, শাহ আলমগীর, সিরাজ মিয়া, আবদুর রউফ, ফুরকান মিয়া, মাসুদ মিয়া প্রমুখ।
অবস্থান চলাকালে মেয়র আরিফ মালিক-শ্রমিকদেও উদ্দেশ্যে বক্তব্য দেন। ওই সময় তিনি বলেন, আমি যখন সিসিক মেয়র নির্বাচনে দাঁড়াই, তখন আপনারা আমাকে সর্মথন দিয়েছিলেন, ভোট দিয়েছিলেন। আমি নির্বাচিত হলে সিলেট শহরে অবৈধ ইজিবাইক থাকবে না বলে জানিয়েছিলাম। এখন কি করে কথার বরখেলাপ করি। এখনও আমি আপনাদেরকে তুলে দেয়ার পক্ষে নই। তবে মহামান্য হাইকোর্টকে আমাদেরকে মানতে হবে। মহামান্য আদালত রায় দিয়েছেন- ইজিবাইক অবৈধ। তাই অবৈধ বিষয় নিয়ে আপনারা আমার কোনো সাহায্য পাবেন না। তার পরও ঈদের পর অর্থমন্ত্রীকে নিয়ে বিষয়টি সুরাহা করার চেষ্টা করবো।