২০২২ বিশ্বকাপ কাতারে হলে বোমা হামলার হুমকি
সুরমা টাইমসঃ দুর্নীতি, ঘুষ কেলেঙ্কারি, উষ্ণ আবহাওয়া, মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন সমস্যায় ইতিমধ্যেই বিতর্কিত হয়ে পড়েছে কাতারের ২০২২ ফিফা বিশ্বকাপ আয়োজন। নতুন করে যুক্ত হলো বোমা হামলার হুমকি। স্থানীয় কাতার ক্রনিকল পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) ফিফা সভাপতি সেপ ব্লাটারের কাছে চিঠি পাঠিয়ে ২০২২ বিশ্বকাপ কাতার থেকে অন্যত্র সরিয়ে নিতে বলেছে, নতুবা বোমা হামালা চালানো হবে এমনকি স্কাড মিসাইল নিক্ষেপ করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। তাদের অভিযোগ ঘুষ দিয়ে কাতার বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। ঘুষ, দুর্নীতি তারা মেনে নেবে না। কাতার ক্রনিকলে প্রকাশিত চিঠির অনুবাদ : ‘প্রিয় জোসেফ, ইতিপূর্বে ২০১০ সালে আপনাকে আমরা চিঠি লিখেছিলাম। যখন আপনি কাতারের সাবেক আমিরের কাছ থেকে ঘুষ নিয়ে ২০২২ সালের বিশ্বকাপ কাতারে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার পর আমরা ঘোষণা করছি যে, কাতারে কোনো বিশ্বকাপ হবে না। খলিফা ইব্রাহিম বিন আওয়াদ আল কোর্সির (আল-বাগদাদির পূর্ণ নাম) শাসনে কাতার পরিচালিত হবে। যেখানে দুর্নীতি সহ্য করা হবে না। তাই আপনাকে কাতারের পরিবর্তে অন্যত্র এ বিশ্বকাপ আয়োজনের পরামর্শ দেওয়া হলো। ইসলামি রাষ্ট্রটির দূরপাল্লার স্কাড ক্ষেপণাস্ত্র রয়েছে, যা সহজেই কাতারে আঘাত হানতে সক্ষম। ইতিমধ্যেই যেটা আমেরিকা বুঝতে পেরেছে।