জকিগঞ্জে পূজা উদযাপন পরিষদ মানিকপুর ইউপি সম্মেলন
জকিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল কালিগঞ্জবাজারস্থ শ্রীশ্রীকালিমন্দির প্রাঙ্গনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ দিলীপ কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সজল বর্মনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি নিলমনি রায়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র নাথ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা কমিটির গণসংযোগ বিষয়ক সম্পাদক সুবিনয় চন্দ্র মল্লিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সিতাংশু বিশ্বাস (শিক্ষক), সহ-সভাপতি বিধান চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক সুজন দে, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক তরুণ বিশ্বাস, ডাঃ শংকর চন্দ্র দাস, বীরমুক্তিযোদ্ধা বিমল বর্মন প্রমুখ নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সজল বর্মন ও গীতা পাঠ করেন ডাঃ শংকর চন্দ্র দাস।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে সজল বর্মন সভাপতি, তরুণ বিশ্বাস সাধারণ সম্পাদক, বিশ্বজিৎ রায় অর্থ সম্পাদক ও শংকর দাসকে সাংগঠনিক সম্পাদক করে ৩১সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।