শ্রীমঙ্গলে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৬
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরববাজার এলাকায় দু’পক্ষের সংঘর্ষে ১৬জন আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরববাজার এলাকার আনর মিয়া ও রাজা মিয়ার মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছিল। এক পর্যায়ে রাতে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দু’পক্ষের ১৬জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।