বালাগঞ্জে প্রবাসী গহরপুর মাদ্রাসাবাজার উন্নয়ন সমিতির ইফতার ও দোয়া মাহফিল
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জে প্রবাসী গহরপুর মাদ্রাসাবাজার উন্নয়ন সমিতির উদ্যোগে ও যুক্তরাজ্যস্থ কেন্দ্রিয় কমিটির অর্থায়নে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার স্থানীয় মাদ্রাসাবাজারে একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমিতির মাদ্রাসাবাজার শাখার সভাপতি মো. মিজানুর রহমান পংকির সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান মুজিবের পরিচালনা মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাসেবী এমএ মালেক, আমির খান, মঈনুল ইসলাম ছালেহ, ডা. আমির উদ্দিন রতন, সাবেক কাস্টম কর্মকর্তা আব্দুল করিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির মাদ্রাসাবাজার শাখার কর্মকর্তা মো. তারা মিয়া, মো. সমছু মিয়া, মো. হেলিম উল্লা, আব্দুস শহীদ খান, মইনুল ইসলাম, খসরু মিয়া, মঈনুল হক, এসএম হেলাল, বদরুল হাসান জাকির, আফসার আহমদ, শুভ লস্কর, হাফিজ ইকবাল আহমদ টিপু, লিমন আহমদ, আলী আহমদ, শেখ ছাবের আহমদ, ডালিম আহমদ, আশরাফুল ইসলাম, আক্তারুজ্জামান আক্তার, সুমন আহমদ, শেখ জয়নাল আহমদ, লায়েক আহমদসহ এলাকার সর্বস্থরের জনসাধারণ উক্ত মাহফিলে অংশ গ্রহন করেন। ইফতার পূর্বক দেশ ও মুসলিম জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন গহরপুর জামেয়ার মুহাদ্দিস মাওলানা আব্দূল কাইয়ুম (হাজীপুরী হুজুর)।