নির্বাসিত সাংবাদিক ওলিউল্লাহ নোমান-এর মায়ের ইন্তেকাল : কয়েস লোদীর শোক
দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি, যুক্তরাজ্যে নির্বাসিত সাংবাদিক- ওলিউল্লাহ নোমানের মাতা মিসেস রহিমা বেগম এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী। তিনি গতকাল সোমবার এক শোক বার্তায় মরহুমার মৃত্যতে শোক প্রকাশ করেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন । আমীন।
উল্লেখ্য যে, আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৯.৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ইটাখলা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬২ বছর। তিনি ৩ ছেলে এবং ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার স্বামী ইটাখলা আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ছানাউল্লাহ ২০০৬সালে ইন্তেকাল করেন। উনার বড় ছেলে বিশিষ্ট সাংবাদিক ওলিউল্লাহ নোমান স্কাইপি কেলেংকারী প্রকাশের পর সরকারী রোষানলের শিকার হয়ে যুক্তরাজ্যে নির্বাসনে রয়েছেন। এর পূর্বেও তিনি কারারুদ্ধ দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নজিরবিহীন নির্দেশে কারাভোগ করেন। সত্য প্রকাশের অপরাধে মায়ের শেষ বিদায়েও এ কলম-যোদ্বা উপস্থিত থাকতে পারছেন না। বিজ্ঞপ্তি