জার্মানীর নরদ রাইন ভেস্তফালেন আওয়ামীলীগ এর শাখা কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জার্মানী, ডেনমার্ক, ইতালি, ফ্রান্স,বেলজিয়াম ও পর্তুগাল হল্যান্ড শাখা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে জার্মান আওয়ামীলীগ সভাপতি বশুরুল আলাম সাবু ও সাধারন সম্পাদক শেখ বাদল আহমেদসহ অন্যান্য শাখার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে আশা প্রকাশ করেন যে এই কমিটির মাধ্যমে নরদ রাইন শাখা আওয়ামীলীগের কার্যক্রমকে আরো বেগবান করবেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি যুবরাজ তালুকদার, সহসভাপতি নুরুল ইসলাম, সাগির খান ও মইন খান। সাধারন সম্পাদক নাজমুল হাসান যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান মুন্না ,সাংগঠনিক সম্পাদক ওয়াসিম খান দেলোয়ার, সাংস্কৃতিক সম্পাদক নিপিলুর রাহমান ও যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মাদ মস্লেই উদ্দিন নান্তু, প্রচার সম্পাদক এম ,আনোয়ার আলী, অর্থ সম্পাদক ইমতিয়াজ আনসার। জার্মান আওয়ামীলীগ এর শাখা কমিটি নরদ রাইন ভেসটফালেন আওয়ামীলীগ কে অভিনন্দন জানিএছেন জার্মান আওামিলিগ এর সভাপতি বশুরুল আলাম সাবু ও সাধারন সম্পাদক শেখ বাদল আহমেদ। এ ছাড়া ও ভিনন্দন জানিএছেন ডেনমার্ক আওয়ামীলীগ , বেলজিয়াম আওয়ামীলীগ , পর্তুগাল আওয়ামীলীগ , হল্যান্ড আওয়ামীলীগ , ইতালয আওয়ামীলীগ ফ্রান্স আওয়ামীলীগ। প্রেস বিজ্ঞপ্তি