কানাইঘাটে প্রতিপক্ষের হামলার ঘটনায় আদালতে মামলা

৩ দিনের মধ্যে এফ.আই,আর করতে থানা পুলিশকে নির্দেশ

কানাইঘাট সংবাদদাতাঃ গত বুধবার কানাইঘাট পৌর সদরের নয়াখলা গ্রামের মুহিবুর রহমানের পরিবারের লোকজনের উপর প্রতিপক্ষের হামলার ঘটনায় অবশেষে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মুহিবুর রহমানের স্ত্রী আফতারুন নেছা বাদী হয়ে গতকাল সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহন করে ৩দিনের মধ্যে এফ.আই.আর ক্রমে তদন্ত করতে কানাইঘাট থানাকে নির্দেশ দেন। পাশাপাশি ৩ দিনের মধ্যে এফ.আই.আর করে তা আদালতকে অবহিত করতেও আদেশে বলা হয়।

মামলার আসামীরা হলেন পৌর সদরের নন্দিরাই গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র মানিক মোল্লা, তার পুত্র আব্দুল কাদির, মৃত রকি মিয়ার পুত্র শাহিন আহমদ ও কালাসহ আরো ৪/৫ জন। জানা যায়, গত বুধবার মুহিবুর রহমানের জমিতে মানিক মোল্লার গরু দিয়ে ধান খাওয়ানোর ঘটনায় কথা কাটাকাটির জের ধরে মানিক মোল্লার লোকজন মুহিবুর রহমানের বাড়ীতে গিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় শিশু, মহিলাসহ অন্তত ৮জন আহত হন। এদের মধ্যে মুহিবুর রহমানের পুত্র নাছিরের হাতে ও আলকাসের মাথায় দায়ের কোপে গুরুতর জখম হয়। ঘটনার পরদিন কানাইঘাট থানা পুলিশ হামলার শিকার মুহিবুর রহমানের মামলা গ্রহন না করে হামলাকারী মানিক মোল্লার মামলা রেকর্ট করায় মুহিবুর রহমানের স্ত্রী আফতারুন নেছা আদালতের সরনাপন্ন হলে আদালত এ আদেশ দেন।