বালাগঞ্জে ফরমালিন ব্যবহাররোধে মতবিনিময়
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গতকাল রবিবার ফরমালিন ব্যবহাররোধে গণমাধ্যম ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। এতে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামাল হোসেন, বালাগঞ্জ থানার ওসি ওয়াকিল উদ্দিন আহমদ, পিআইও হাবিবুর রহমান, সমাজ সেবক আনোয়ার উদ্দিন আহমদ, ইয়াওর আলী, সহকারী মৎস্য কর্মকর্তা আমিনুর রহমান, এসআই আনেয়ার হোসেন, সাংবাদিক রজত দাস ভুলন, আবুল কালাম আজাদ, শিপন আহমদ, সিতু সুত্র ধর, জিল্লুর রহমান জিলু, সিরাজুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা বলেন, ফরমালিন একটি মরনব্যাধী দ্রব্য। ফরমালিনযুক্ত মাছ ও ফল খেলে মাথা ব্যথা, শ্বাসকষ্টজনিত রোগ, ডায়রিয়া, পেট ব্যথা, বমি, চর্মরোগ হয়, কিডনির ক্ষতি করে এবং ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে। তাই ফরমালিন ব্যবহার থেকে আমরা দূরে থাকি। যারা নিজে ফরমালিন ব্যবহার করেন তাদের বেশি ক্ষতি করে।