বালাগঞ্জে সিএনজি উল্টে ৪ কলেজছাত্রী আহত : একজনের অবস্থা আশংকাজনক
এসএম হেলাল, বালাগঞ্জঃ বালাগঞ্জে অটোরিকসা (সিএনজি) উল্টে দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের ৪জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজন বলে জানাগেছে।
আহতরা হচ্ছেন, বালাগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের পিন্সি বেগম এবং মুমিনপুর গ্রামের পাপিয়া আক্তার, সৈয়দা খালিজা সুলতানা, সাবরিন বেগম তারা সকলই দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। তাদের মধ্যে পিন্সি বেগমকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টার দিকে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের জানমোহাম্মদ খালের ওপর বেইলী ব্রীজ নামক স্থানে এ দূর্র্ঘটনাটি ঘটে।
জানা যায়, সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের জানমোহাম্মদ খালের ওপর বেইলী ব্রীজ নামক স্থানে গতকাল সকাল ১১টার দিকে স্থানীয় আজিজপুর বাজার থেকে মোরারবাজার যাওয়ার পথে মৌলভীবাজার থ-১১-১১৬৭ নং অটোরিকসা (সিএনজি) নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। এসময় গাড়ীতে থাকা ৪জন কলেজ ছাত্রী আহত হন। দুর্ঘটনার সংবাদ শুনে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এব্যাপারে দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল মুনিম দূর্ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, প্যাক্টিকেল ক্লাসে আসার পথে আমার ছাত্রীরা এ দূর্ঘটনার স্বীকার হয়েছে, খবর পেয়েছি সিএনজি’র প্রকৃত চালক গাড়ী পরিচালনায় ছিলনা।