শিক্ষামন্ত্রীর পাবলিক পরীক্ষাতত্বের প্রতিবাদে মানববন্ধন
নুরুল ইসলাম শেফুলঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ”প্রশ্নপত্র ফাস রোধে বিরতিহীন পাবলিক পরীক্ষা তত্ত্বের” প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ। শনিবার সকালে শহরের চৌমোহনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজু। সাধারণ সম্পাদক অরিজিৎ দেবরায় সাজুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সংসদের সহসভাপতি প্রশান্ত দেব, সাংগঠনিক সম্পাদক রনি পাল, অর্থ সম্পাদক সুবিনয় রায় শুভ, দপ্তর সম্পাদক গীতা রানী নাথ, সাংস্কৃতিক সম্পাদক মনশ্রী দেব জুই এবং ছাত্র প্রতিনিধি কামরুল হাসান মোছাফ্ফা। বক্তারা সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রশ্নপত্র ফাস রোধ করা এবং বিরতিহীন পাবলিক পরীক্ষা তত্ত্বের নামে শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি জানান।