খালেদা জিয়ার ইফতারে রাজনীতিকদের মিলনমেলা

khaleda iftar 03-07-2014সুরমা টাইমস ডেস্কঃ প্রতিবারের মতো এবারো রমজানে রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও ২০দলীয় জোট নেতা খালেদা জিয়ার এই ইফতার পার্টিতে মিলনমেলা বসেছিল রাজনীতিকদের।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পবিত্র রমজান উপলক্ষে রাজনৈতিক নেতাদের সম্মানে বেগম জিয়ার উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রাজনৈতিক সম্মানে খালেদা জিয়ার ইফতার পার্টিতে ২০দলীয় জোটের শরিক দলের বাইরেও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, বিকল্প ধারা বাংলাদেশ চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সন্ধ্যা ৬টার কিছুপর ইফতার পার্টিতে পৌঁছেই খালেদা জিয়া টেবিলে টেবিলে গিয়ে রব এবং মান্নার সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি টেবিলে ঘুরে ঘুরে সিনিয়র নেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেন। ইফতার পার্টিতে যোগ দেয়ায় তাদের ধন্যবাদ জানান খালেদা জিয়া।
ইফতার মাহফিলে ২০ দলের রাজনৈতিক নেতাদের মধ্যে এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, খেলাফত মজলিশের চেয়ারম্যান মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টি চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, এনপিপি মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টি আব্দুল মোবিন, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, খেলাফত মজলিশ এর মহাসচিব আহম্মদ আব্দুল কাদের, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ- ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলাম, সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল হালিম, কর্ম পরিষদের সদস্য আমীনুল ইসলাম, মো. আব্দুল রব, সেলিম উদ্দিন, সুরা সদস্য কবীর আহমেদ, মো. আলাউদ্দিন, লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, এম কে আনোয়ার, ড. মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মান্নান, অ্যাড. মাহবুবু হোসেন, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, বরকত উল্লাক বুলু, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দি চৌধুরী এ্যানী, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদ তালুকদার, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক, গাজীপুরের মেয়র প্রফেসর আবদুল মান্নান, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, খুলনার মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ উপস্থিত ছিলেন।