যুব সমাজকে কুরআনের আলোকে সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : মুক্তাবিস-উন্-নূর
দৈনিক পূণ্যভূমি’র সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর বলেছেন, যুব সমাজ যখন কুরআনের আলোকে সমাজ বিনির্মাণের চেষ্টা করবে এবং নিবেদিত প্রাণ হবে তখনই সমাজের প্রকৃত পরিবর্তন সাধিত হবে। তিনি বলেন, রাসুল্লাহ (সাঃ) কুরআন নাজিলের আগে হিলফুল ফুজুল নামক সংগঠন গঠন করেছিলেন কিন্তু প্রকৃত সমাজ পরিবর্তন হয়েছিল কুরআন নাজিলের পর। অর্থাৎ স্বয়ং রাসুল (সঃ) এর সময়ও কুরআনের পথনির্দেশ ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব হয়নি। তাই যুব সমাজকে কুরআনের আলোকে সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গত বৃহস্পতিবার এক্সেলসিয়র সিলেট, জাকারিয়া সিটিতে ই্য়াথ ভয়েস অব বাংলাদেশ-এর পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও অ্যাডভোকেট রফিক আহমদ চৌধুরীর পরিচালনা ও ব্যবস্থাপনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সেলসিয়র সিলেট এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শাহজামাল নূরূল হূদা, দৈনিক জালালাবাদের সহকারী সম্পাদক নিজাম উদ্দিন সালেহ, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক আব্দুল হাই, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক আতাউর রহমান, ইয়াথ ভয়েস যুক্তরাজ্য শাখার যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম প্রমুখ। মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো: আদিল হোসাইন। মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ সিদ্দিকী, বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গির আলম খায়ের আব্দুল জলিল লেবু, জাকারিয়া শিকদার, বদরুল ইসলাম, নিজামুল ইসলাম, সামিরুল ইসলাম, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জুয়েল আহমদ প্রমুখ।