জুড়ীতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
নুরুল ইসলাম শেফুল: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরীকে (৪৩) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার দুপুর ১২টার দিকে জুড়ী উপজেলার হাফিজিয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত এমদাদুল ইসলাম বলেন, দুপুরে হাফিজিয়াবাজার এলাকায় তার অস্থায়ী কার্যালয়ের সামনে চিহ্নিত সন্ত্রাসী মুহিতের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।