মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তা খুন
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মৌলভীবাজার অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার প্রনয় পাল (৫০) খুন হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একাটুনা ইউনিয়নের মনরকোনা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামে পাশের বাড়ির উত্তম পালের সঙ্গে কথাকাটাকাটি হলে এক পর্যায়ে উত্তম উত্তেজিত হয়ে প্রনয় পালকে ছুরি দিয়ে বুকে আঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।