দুর্নীতির দায়ে শিক্ষা কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ দিরাই উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়কে শাস্তিমূলক বদলী করা হয়েছে। বদলীর খবর নিশ্চিত করেন, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রনয় মহালদার। উপজেলা প্রাথমিক শিক্ষক কমিটির সভাপতি ও দিরাই মডেল স্কুলের প্রধান শিক্ষক রতিরঞ্জন রায় বলেন, স্যারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে শুনেছি, শনিবার থেকে তিনি কোনো কাগজপত্রেও সই করছেন না। এর আগে দিরাই থেকে ২৬ জানুয়ারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস ছত্তার জোমাদ্দারের বদলীর পর ভারপ্রাপ্ত হিসেবে দায়ীত্ব পান সহকারি শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়। তখন থেকে তার আশয়-প্রশ্রয়ে শিক্ষক নেতারা শিক্ষা অফিসকে বানিয়ে নেন অনিয়ম আর দুর্নীতির স্বর্গরাজ্য। সাধারন শিক্ষকদের করেন নানা ভাবে হয়রানি, বকেয়া বেতন, শিক্ষাভাতা ও ইনক্রিমেন্ট পাইয়ে দেয়ার নামে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন শিক্ষক নেতারা। এছাড়া ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৭ প্রাইমারি স্কুলে প্রহরি নিয়োগ নিয়ে লক্ষ লক্ষ টাকা ও বদলী বানিজ্যের অভিযোগ রয়েছে। আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও এলাকার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমন গুরুতর অভিযোগ তদন্তে অর্থ ও শিক্ষা মন্ত্রনালয়ে ডিও লেটার পাঠান।