আউশকান্দির আধ্যাত্বিক সাধক সুনুক পীরের কুলখানি সম্পন্ন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জের আধ্যাত্বিক সাধক আউশকান্দি এলাকার সবার প্রিয় মূখ মরহুম সুনুক মিয়া পীরের কুলখানি গতকাল শুক্রবার বাদ জুময়া মরহুমের বাড়িতে সম্পন্ন হয়। এ উপলক্ষে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, কবর জিয়ারত সহ শিরনী বিতরন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, মরহুমের আত্মীয় স্বজন সহ অসংখ ভক্ত আশেকান। উলে¬খ, গত ২১শে মে বুধবার বার্ধক্যজনিত রোগে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। জীবদ্দশায় সদায় হাস্যজ্বল সুনুক মিয়া ওলী আউলিয়া, দরবেশ ভক্ত পীর হিসাবেই খ্যাত ছিলেন। মরহুমের মৃত্যুকালে নামাজে যানাজায় হাজারো মুসল্লিদের সমাগম ঘটেছিল। যা এলাকায় নজির স্থাপন করেন। গতকাল কুলখানিতে শত শত মুসল্লিরা অংশ গ্রহন করেন।