ইজি বাইক অটো রিকশা মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
গতকাল শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় সিলেট মহানগরী ইজি বাইক অটোরিকশা মালিক সমিতির আম্বরখানাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহমেদ হান্নান। সাধারণ সম্পাদক মো: শাহজাহান চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট এম.এ. সালেহ আহমদ চৌধুরী, সুলেমান আহমদ, শাফি শাহেদ, সহ-সভাপতি বরকত আলী, জামাল সরকার, শাহ মনিরুল ইসলাম, ভৈরব চন্দ্র নাথ, আব্দুল খালিক, শামসুল্লাহ, মুহিবুল হক মুহিব, আবুল কয়েছ, কয়ছর আহমদ কয়ছর, মামুন আহমদ, ফিরোজ আহমদ, পংকি মিয়া, লিটন আহমদ, শামসুনুর তালুকদার, মো: রাইহান, সাইদুল হক চৌধুর সুমন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে গাড়ীর বৈধ চালকদের লাইসেন্স প্রদান ও সমঝোতার ভিত্তিতে পার্কিং সুবিধা প্রদান সহ বিভিন্ন দাবী আদায়ে শিঘ্রই সংশ্লিষ্ট মহলের সাথে মতবিনিময় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আগামী ১১ জুন পরবর্তী সভা স্থানীয় সভা জাসস কমপ্লেক্সে বিকাল ৯ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয় এবং উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সভাপতি আব্দুল হান্নান। বিজ্ঞপ্তি