তাহিরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ : শিক্ষা অফিস ঘেরাও

কামাল হোসেন,তাহিরপুরঃ তাহিরপুর উপজেলার সাহেবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের সাহেবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রী ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিলসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও করে।এসময় শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র বায়তুল,প্রসেন,সুকুমার,চতুর্থ শ্রেনীর ছাত্র উজ্জল মিয়া,অলিমা বেগম,কল্পনা বেগম এবং তৃতীয় শ্রেনীর ছাত্র নিখিলেস,জিহান,হাসান সহ অপরাপর শিক্ষার্থীরা জানায়,তাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক সঞ্জয় দে ও সহকারি শিক্ষক নান্টু রায় দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত থাকায় অমাদের লেখাপড়া মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে।এ কারণেই আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কমিরুল মিয়া জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দে বিদ্যালয়ে মাসের পর মাস অনুপস্থিত থাকেন এবং তাহার স্বাক্ষর নকল করে শিক্ষকদের বেতন ও অন্যান্য অফিসিয়িাল কাজকর্ম করে থাকেন।এ সংক্রান্ত বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা কর্মকর্তা বরাবরে একখানা লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ প্রসঙ্গে সাহেবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দে বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কমিরুল মিয়া তাহার এক ছাত্রের বয়স বাড়িয়ে বিদ্যালয় থেকে সার্টিফিকেট নিতে চাইছিল।আমি সার্টিফিকেট না দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের উস্কানি দিয়ে উপজেলায় এসে বিক্ষোভ করাচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী বলেন,আমি বর্তমানে উত্তর শ্রীপুর ইউনিয়নে ক্লাষ্টার ট্রেনিংএ আছি।শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়েছি।এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।