সাংবাদিকদের প্রতি ইলিয়াস পত্নীর কৃতজ্ঞতা প্রকাশ

দেশে সাংবাদিকরা সংবাদপত্রেরমাধ্যমে গণগন্ত্র ঠিকিয়ে রাখছেন

Tahsina Lunaবিশ্বনাথ প্রতিনিধিঃ ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী ও সিলেট জেলা বিএনপি’র সদস্য তাহসিনা রুশদী লুনা বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই বলে চলে। তবে যে টুকু আছে তা সাংবাদিকরাই সংবাদপত্রের মাধ্যমে ঠিকিয়ে রেখেছেন। তিনি বলেন, তাঁর স্বামী ‘নিখোঁজ’ হওয়ার পর ফিরে পাওয়ার আন্দোলনকে মিডিয়ার মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছেন সাংবাদিকরা। এজন্য তিনি পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। লুনা ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগীতা কামনা করে বলেন, তাদের দৃঢ় বিশ্বাস ইলিয়াস আবার ফিরে আসবেন। এরজন্য দেশবাসীকে দোয়া করার আহবান জানান লুনা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বিশ্বনাথের রামধানা গ্রামস্থ ইলিয়াস আলীর বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
মতবিনিময়ন সভায় বিশ্বনাথ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. লিলু মিয়া চেয়ারম্যান, আবুল কালাম কছির, আব্দুল হাই, বশির আহমদ, সাবেক প্রচার সম্পাদক কলমদর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন, সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্ষনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূরউদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সাংবাদিক আশিক আলী, মামুনুর রশীদ মামুন, সাইফুল ইসলাম বেগ, লোকমান আহমদ, ফটো সাংবাদিক আখতার হুসেন প্রমূখ।