বিয়ানীবাজারে ডাকাতদের হাতে গৃহকর্তা খুন
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটের বিয়ানীবাজারে ডাকাতদের হাতে এক গৃহকর্তা খুন হয়েছেন। শুক্রবার ভোররাতে উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের এ ঘটনা ঘটে। ডাকাতরা গৃহকর্তার পেটে ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, রাতে আব্দুল জলিলের ভাই আব্দুল মতিনের বসত ঘরের দরজা ভেঙে ডাকাতরা হানা দেয়। তারা মহিলাদের মারধর করে দুই ভরি স্বর্ণাল্কংকার ও একটি মোবাইল লুটে নেয়। মহিলাদের আর্তচিৎকারে পার্শ্বের ঘর থেকে আব্দুল জলিল ছুটে আসেন। তিনি ডাকাতদলের কয়েকজনকে চিনে ফেলার কথা বলতেই ডাকাতরা তার বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কালাম আজাদ জানান- খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম সুরতহাল প্রতিবেদন প্রস্তুতির পর মৃতদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।