মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই –
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মুনিম চৌধুরী বাবুু (এম. পি)
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শিশুদের শরীর মন ভাল ও সুস্থ্য থাকে।খেলাধুলা ও শরীর চর্চা যুব সমাজকে নৈতিকতার অবক্ষয় তথা নেশা ও মাদক থেকে দূরে রাখে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সরকারের একটি মহতি উদ্যোগ। তিনি গতকাল নবীগঞ্জ উপজেলা পর্যায়ের দুইদিনব্যাপি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে নবীগঞ্জ জে কে হাইস্কুলমাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল জাহান চৌধুরী, ইউ পি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি দীপ্তেন্দু নারায়ণ রায়, সাধারন সম্পাদক মোঃ গোলাম রব্বানী, সাবেক সাধারন সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বৈলাকীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে হারিয়ে কায়স্থগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শৈলা সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় সার্বিক দায়িত্ব পালন করেন, ভবানী শংকর ভট্টাচার্য,আলী আমজদ মিলন, প্রভাত ভূষণ রায় পিন্টু, সাদিউর রহমান, লিটন কান্তি দাশ, পলাশ রতন দাশ, মাহবুব আহমেদ, আব্দুল মজিদ, মিজবাহ আক্তার, রাহেলা খানম, দিপন সরকার, শামীম আহমেদ, আশিকুর রহমান, অশেষ দাশ, ।খেলা পরিচালনা করেন কাউন্সিলর মোঃ মিজানুর রহমান, সাবেক ফুটবলার মোঃ আব্দুল আলিম।