রাজনগরে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী উঠানো নিয়ে কথা কাটাকাটির জের ধরে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে মুন্সিবাজার এলাকায় বালিগাঁও ও করিমপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের মৌলভীবাজার সদর হাসপাতাল ও রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বালিগাঁও এলাকার রাহেল আহমদ নামে এক যাত্রী অটোরিকশায় করে করিমপুর থেকে যেতে চান, কিন্তু চালক তাকে না নিয়ে চলে যান। পরে মুন্সিবাজার এলাকায় ওই চালকের সঙ্গে রাহেলের কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে বালিগাঁও ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।