সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশ ছুরিকাহত : গ্রেফতার ২

Mohsin-And-Polash
২০০৯ সালে জৈন্তা থানা পুলিশের হাতে ধৃত ছিনতাইকৃত ৩৫০০০০ টাকা সহ গ্রেফতারকৃত মহসিন (বামে) ও পলাশ (ডনে)। জি আর মামলা নং ৯৩

সুরমা টাইমস রিপোর্টঃ ফতেপুর চা বাগান মালিকের ছেলের কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছিনতাইকারী মহসিন দেওয়ান ও তার ভাই আল-আমিন দেওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ তাদেরকে আটক করে। এ সময় মহসিন দেওয়ান পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। সে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শাহজামালকে ছুরিকাঘাতও করে। এতে তিনি আহত হন। মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ মহসিন দেওয়ান ও তার ভাই আল-আমিন দেওয়ানকে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শাহজামাল। গ্রেফতারের সময় মহসিন দেওয়ান একটি বিদেশি ছোরা দিয়ে এএসআই শাহজামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল মল্লিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহসিন ও তার ভাই আল আমিন দেওয়ানকে গ্রেফতার করে। পরে তাদেরকে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে, গত ১৬ জুন বিকেলে নগরীর নয়াসড়কস্থ খাজাঞ্চিবাড়ি স্কুল এন্ড কলেজের সামনে থেকে ফতেহপুর চা বাগানের মালিকের ছেলে ইয়াহিয়া লিলুর গাড়ি ভাংচুর করে ২২ লাখ টাকা ছিনতাই করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই সিলেট কোতোয়ালি থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন ইয়াহিয়া। এ ছিনতাইয়ের ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে সবার নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না।