হোয়াইট হাউজকে টপকে গেলেন মোদি
হোয়াইট হাউজকে টপকে গেলেন মোদিসুরমা টাইমস রিপোর্টঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা যে আগের থেকে বেড়েছে তা লোকসভা নির্বাচনের ফলাফলের মাধ্যমেই বোঝা গেছে। বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে টুইটারে মোদির অনুসারীর সংখ্যা হোয়াইট হাউজকে ছাড়িয়ে গেছে।
টুইটার কাউন্টারের তথ্য অনুযায়ী বর্তমানে মোদির অনুসারীর সংখ্যা ৪৯ লাখ ৮১ হাজার ৫৭৪ জন। অন্যদিকে হোয়াইট হাউজের অনুসারীর সংখ্যা ৪৯ লাখ ৭৯ হাজার ৭০৭ জন।
সব মিলিয়ে টুইটারে অনুসারীর দিক দিয়ে বিশ্ব নেতাদের মধ্যে মোদি চতুর্থ অবস্থানে রয়েছেন। গত মে মাসে তিনি ষষ্ঠ অবস্থানে ছিলেন। বর্তমানে ফেইসবুকে মোদির ভক্ত সংখ্যা ১৮ মিলিয়ন।
টুইটারে অনুসারীর সংখ্যার দিক থেকে প্রথম অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার অনুসারীর সংখ্যা ৪৩ মিলিয়ন।
দ্বিতীয় অবস্থানে রয়েছেন পোপ ফ্রান্সিস। তার অনুসারীর সংখ্যা ১৪ মিলিয়ন। তৃতীয় অবস্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো। তার অনুসারীর সংখ্যা পাঁচ মিলিয়ন।