মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সাদেক মিয়াকে (৩০) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত সাদেক মিয়া কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ঢাকার উত্তরা থানার পুলিশের সহযোগিতা নিয়ে সাদেককে গ্রেফতার করে পুলিশ। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও দ্রুত বিচার আইনে মামলা রয়েছে।