আবারও পেছানো হল নিজামির রায়
সুরমা টাইমস ডেস্কঃ শারীরিক অসুস্থতাজনিত কারণে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায় ঘোষণার তারিখ তৃতীয় দফায় অপেক্ষমাণ রাখা হয়েছে। পরবর্তীতে যে কোন দিন একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় নিজামীর রায় ঘোষণা করা হতে পারে। সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. মোহাম্মদ আলী। তিনি বলেছেন, আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা আমরা যুক্তিসঙ্গত মনে করি না। তার চিকিৎসা সংক্রান্ত নথিপত্র কারা কর্তৃপক্ষকে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাজুল ইসলাম বলেন, আইনের বিধান মতেই মাওলানা নিজামীর রায় হচ্ছে না। তার চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ একটি চিঠি দিয়ে নিজামীকে হাজির করতে পারবে না বলে ট্রাইব্যুনালকে জানিয়ে দিয়েছে। আজ সকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মাওলানা নিজামীর রায়ের তারিখ নির্ধারণ ছিল। সকাল দশটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. লাবলু ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে কারা কর্তৃপক্ষের একটি চিঠি হস্তান্তর করেন। সূত্র জানায়, চিঠিতে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত গভীর রাত সাড়ে তিনটার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন নিজামী। ফলে তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হচ্ছে না। চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এ রায় ঘোষণার কথা ছিল। অন্য দুই সদস্য হচ্ছেন- বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।