রোমে রবীন্দ্র নজরুল জয়ন্তী ২০১৪ উদযাপিত
ইতালী প্রতিনিধিঃ ইতালীর রাজধানী রোমে এই প্রথম বারের মতো বাংলাদেশ দূতাবাস রোম, ইতালী, দূতবাসের কার্যলয়ে আয়োজন করেছে রবীন্দ্র নজরুল জয়ন্তী ২০১৪।
জয়ন্তী অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে বিসদ আলোচনা করা হয়। রবীন্দ্র ও নজরুলের কবিতা আবৃতি ও গান পরিবেশন করেন রোমের বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমিন খান, কাজী জাকারিয়া, ছালাম চৌধুরী ও সুস্মিতা সুলতানা এবং দূতাবাসের কর্মকর্তারাও। এসময় উপস্থিত ছিলেন রোমস্থ বিশ্ব খাদ্য সংস্থা, ইফাদ ও অন্যান্য সংস্থার নেতৃবৃন্দ এবং রোমস্থ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। রাষ্ট্রদূত মোহাম্মদ শাহদৎ হোসেন বলেন, প্রবাসের মাটিতে বসবাস করছে প্রবাসীদের কিঞ্চিত বিনোদন এবং কবীদের জীবনাদর্শ থেকে কিছু শিক্ষা গ্রহন করার উদ্দেশ্যেই এই আয়োজন এবং রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রবাসে বেড়ে উঠা শিশু কিশোররা জানবে ও শিখবে এটাই মুখ্য উদ্দেশ্য। প্রথম বারের মতো দূতাবাসের কার্যলয়ে ছোট্ট পরিসরে এই আয়োজনের পরিচালনা করেন দূতাবাসের কাউন্সিলর ফেরদৌসী শাহরিয়ার। প্রবাসের মাটিতে এবং দূতাবাসের এ ধরনের আয়োজনের ভুয়সী প্রশংসা করেন রোমস্থ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক অঙ্গনের নেতৃবৃন্দ।