শ্রী শ্রী কানাই লাল জিউ আশ্রমের পরিচালনা কমিটির কার্যকরী কমিটি গঠন
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে শ্রী শ্রী কানাই লাল জিউ আশ্রমের পরিচালানার পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে আশ্রমস্থ নাট মন্দিরের সেবায়িত সুবোধ দাস বৈঞ্চবের সভাপতিত্বে এবং সুর্ধেন্দু দাস অমলের পরিচালনায় অনুষ্টিত এক সভায়, সর্বসম্মতি ক্রমে নৃপেন্দ্র কুমার দাস নিপুকে সভাপতি, অনন্ত দাস, হরিপদ দাস, সুর্ধেন্দু দাস অমল, মানিক লাল দাসকে সহসভাপতি, নারায়ন চন্দ্র দাস সাধারন সম্পাদক, রা মোহন দাস রাজন, দেবাশীষ দাস ও শ্রামল দাস সহসাধারন সম্পাদক, অজিত দাস অর্থ সম্পাদক, জর্নাদন দাস সহ অর্থ সম্পাদক, ধীরেন্দ্র দাস সাংগঠনিক সম্পাদক , সুশেন দাস, সঞ্জয় দাস সহ সাংগঠনিক সম্পাদক, অবিনাশ দাস পুতুল প্রচার সম্পাদক, সমীরন দাস সহ প্রচার সম্পাদক, রানু দাস সাংস্কৃতিক সম্পাদক, ঢা. হরিপদ দাস, বিধু দাস, গীতেশ দাস, ভুবন দাস, প্রেমনন্দ দাস, বিধান দাস, অনিবেশ দাস, অমর দাস, ও গৌরাঙ্গ দাসকে সদস্য করে ২৬ সদস্য বিশিষ্ট কার্য্যকরি কমিটি গঠন করা হয় ।