মৌলভীবাজারে বৃক্ষ মেলার উদ্বোধন
মৌলভীবাজার প্রতিনিধি: ‘অধিক বৃক্ষ অধিক সমৃদ্ধি’ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে সাত দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
জেলা প্রশাসন, বন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুছ শহীদ, বন কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম আফসারুজ্জামান প্রমুখ। বৃক্ষ মেলায় মোট ২৪টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। মেলা চলবে আগামী ২৬ জুন পর্যন্ত।