ওসমানীনগরে আওয়ামীলীগ নেতা গুলিবিদ্ধ
ওসমানীনগর প্রতিনিধিঃ ওসমানীনগর থানা আওয়ালীগের দপ্তর সম্পাদক সৈয়দ নেছাওর আলী (৫০) র্দুবৃত্তদের হাতে গুলবিদ্ধি হয়েছেন। বর্তমানে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে র্ভতি করা হয়েছে। ওসমানী নগর থানার ওসি জুবায়ের আহমদ চৌধুরী বিষয়টির সত্যতা স্বীকার করেছেনে । পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা । এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নিজ বাসার সামনে তিনি গুলিবিদ্ধ হন। তাঁর শরীরের ডান দিকে ও পিঠের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে। নেছাওর আলী গোয়ালাবাজার হাজি মার্কেটস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রিকশা যোগে বাসার সামনে পৌঁছলে র্পূব থেকে ওঁৎ পেতে থাকা র্দুবৃত্তরা গুলি করে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে,গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। নেছাওর আলী উমরপুর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের বাসিন্দা ।খবর পেয়ে রাতেই হাসপাতালে গিয়ে গুলিবৃদ্ধ নেতার চিকিসাৎর খোঁজ খবর নেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীসহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা।