আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়ি (বদিপুর) এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত জুনেদ আহমদ একই এলাকার আছদ্দর আলীর ছেলে ও আপ্তাবনগর ইউনিয়ন আ. লীগ নেতা। জানা গেছে, বৃহস্পতিবার রাতে এলাকার দরিদ্র এক রিকশা চালকের সাত বছর বয়সী ছেলেকে চকলেট দেয়ার কথা বলে একটি পতিত বাড়িতে নিয়ে বলাৎকার করে জুনেদ আহমদ। পরে নির্যাতনের শিকার শিশু বিষয়টি তার পরিবারকে জানালে রাতেই তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে শিশুর পরিবারের পক্ষ থেকে রাতেই সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। তবে শুক্রবার সকালে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চাপের মুখে অভিযোগ প্রত্যাহার করা হয়। তারা শিশুটির পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে ঘটনাটি শেষ করার জন্য চাপ দিচ্ছে বলে জানা যায়। স্থানীয় কোরবাননগর (সাবেক নাম আপ্তাবনগর) ইউনিয়নের চেয়ারম্যান আবুল বরকত সাংবাদিকদের বলেন, ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে ঘটনাটি নিস্পত্তি হওয়ার খবর শুনেছি। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খাঁন বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ আসেনি। মৌখিকভাবে আমাদের বিষয়টি জানানো হয়েছে।