বিজিবি-বিএসএফ ব্যাটেলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত
মৌলভীবাজার প্রতিনিধিঃ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা সীমান্তে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের ব্যাটেলিয়ন কমান্ডার পর্যায়ে প্রতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ১৮ জুন বুধবার সকাল ১০ টায় কুরমা সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গলস্থ ১৪ নং বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডারের কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার কুরমা সীমান্তের ১৯০৬ খুটির ১৪ সাব খুটি সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএসফের এ পতাকা বৈঠক বসে। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৪নং বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার ল্যাঃ কর্ণেল চৌধুরী সাইফ উদ্দীন কাওছার। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ২৭ বিএসএফ ডেপুটি কমানডেন্ট। ১৪ নং বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার ল্যাঃ কর্ণেল চৌধুরী সাইফ উদ্দীন কাওছার পতাকা বৈঠকের সত্যতা নিশ্চিত করে বলেন,এ সীমান্তে কিছুটা সমস্যা ছিল। ফলে সীমান্তের দুই দিকে ভারতীয় ও বাংলাদেশী কৃষকরা নিজ নিজ জমি চাষাবাদে কিছুটা সমস্যার সম্মুখীন হত। বুধবারের বিজিবি ও বিএসএফের এই পতাকা বৈঠকে আলোচনা সাপেক্ষে আপাতত সে সমস্যার নিরসন করে ভারত বাংলাদেশের জমি চিহ্নিত করে দেওয়া হয়। পরবর্তীতে দুই দেশের উচ্চ পর্যায়ের যৌথ জরিপ কমিশনের মাধ্যমে এর চুড়ান্ত সমাধান হবে। এখন থেকে কুরমা সীমান্তে দুই দেশের কৃষকরা নিজ নিজ জমিতে শান্তিপূর্ণ ভাবে চাষাবাদ করতে পারবে। তাছাড়া সীমান্ত এলাকায় যৌথভাবে সীমান্ত রক্ষীরা টহল দিয়ে চোরাচালান প্রতিরোধের সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে কাজ করবে বলে পতাকা বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।