গুম খুন মানুষ পুড়িয়ে মারাসহ সকল সন্ত্রাসের সাথে আওয়ামী লীগই জড়িত: কর্নেল অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান, ১৯ দলীয় জোটের অন্যতম সমন্বয়কারী ড. কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, গুম, খুন, হত্যা, আগুনে মানুষ পুড়িয়ে মারাসহ সকল সন্ত্রাসের সাথে আওয়ামী লীগই জড়িত। বর্তমানে দেশে আইনকানুন বলতে কিছু নেই। যিনিই সরকারের সমালোচনা করছেন তার ওপর নেমে আসছে নির্যাতন। এভাবে আর দেশ চলতে পারে না। তিনি আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন। কর্নেল অলি বলেন, আওয়ামী লীগ লাখো-হাজার কোটি টাকা লুটে নিয়েছে। তারা যতবার মতায় এসেছে ততবারই শেয়ারবাজার ধ্বংস হয়েছে, ব্যাংকের টাকাও লুটে নিয়েছে। এখন অনেক মন্ত্রী-এমপির বিরুদ্ধে হত্যা, খুন, গুম, অপহরণের অভিযোগ উঠেছে। অনেক নেতাকর্মীই এখন দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছেন। তিনি বলেন, বেঈমানী-মোনাফেকি করে আর যাই হোক রাজনীতি হয় না। মানুষ বেঁচে থাকে তার কাজের মধ্যে, জনগণের কাছে সবাইকে দায়বদ্ধ হতে হবে। বিজ্ঞপ্তি