নবীগঞ্জে এমপি মুনিম চৌধুরী বাবুর চাচী মিনারা বেগম চৌধুরীর দাফন সম্পন্ন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ
জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুর চাচী ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সহি আহমদ চৌধুরীর মাতা মোছাঃ মিনারা বেগম চৌধুরীর নামাজে জানাযা গতকাল সোমবার বেলা ৩টায় কুর্শি বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাটে অনুষ্টিত হয়েছে। উক্ত জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবির লোকজন উপস্থিত ছিলেন। উলেখ্য তিনি গত শনিবার বিকেলে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উক্ত জানাযার নামাজে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, ওসি মোঃ লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভি আহমদ খালেদ, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান শিকদার, থানা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব এমরান মিয়া, বাহুবল উপজেলা জাপার সভাপতি শফি আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সহ-সভাপতি অলিদুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বাহুবল উপজেলা যুবসংহতির সাবেক সভাপতি মাসুক আহমদ, সাবেক সহ-সভাপতি হেলাল আহমদ, আব্দুল হাই, ফাকু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুল আজাদ মেম্বার, ইউপি মেম্বার সৈয়দ নজমুল হোসেন হারুন, জাপানেতা আব্দুল হান্নান চৌধুরী চাঁন মিয়া, সাজ্জাদুর রহমান চৌধুরী, অনু মিয়া, যুবলীগনেতা সুহাগ আহমদ, হাফিজ আহমদ খান, যুবনেতা ফরহাদ আহমদ ফুল, মোঃ আলা উদ্দিন, ছাত্রসমাজের সভাপতি এম এ মতিন চৌধুরী, ডিগ্রি কলেজ শাখা ছাত্রসমাজের সভাপতি নিয়ামুল করিম অপু প্রমুখ।