ফরমালি মুক্ত বাজার নিশ্চিতে সিলেটে ব্যবসায়ীদের ৩দিনের আল্টিমেটাম

Market_foodসুরমা টাইমস রিপোর্টঃ ফরমালিনের অবৈধ ব্যবহারে বিষাক্ত দেশের খাদ্যের বাজার। মরণঘাতী এসব রাসায়নিক দ্রব্যের ব্যবহার রোধে দেশব্যাপী সরব সংশ্লিষ্ট মহল। এরই ধারাবাহিকতায় প্রবাসী অধ্যুষিত সিলেট সিটি কর্পোরেশনও ৩দিনের আল্টিমেটার দিয়েছে ব্যবসায়ীদের। সে লক্ষ্যে মাইকিং করা হচ্ছে নগরময়। গতকাল (রোববার) থেকে এ আল্টিমেটাম শেষ হবে আগামী বুধবার। এর মধ্যে নগরী বাজার সমূহ ফরমালিন মুক্ত করতে নির্দেশ দিয়েছে সিটি কর্তৃপক্ষ। আসন্ন মাহে রমজানকে সামনে রেখে স্বাস্থ্য সম্মত খাদ্যে নিশ্চিতে মুলত এ পদক্ষেপ। জনস্বার্থে এ পদক্ষেপ বাস্তবায়নে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে এক জরুরী বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নিরাপদ খাদ্যের বিকল্প নেই। ফরমালিনের অবৈধ ব্যবহারে সর্বত্র আতংক বিরাজ করছে। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত সিলেটে বিষয়টি ভীতিকর। প্রবাসীরা দেশে আসার পর এ খাদ্য সামগ্রি নিয়ে অনিশ্চয়তা পড়েন। কি খাচ্ছেন বিষয়টি তাদের কাছে উদ্বেগ উৎকন্ঠার কারন হয়ে দাড়িয়েছে। এরকম অবস্থায় অনেকে দেশে আসা বন্ধ করে দিয়েছেন। সার্বিক বিবেচনায় ফরমালিনের অবৈধ ব্যবহারে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সময়ের দাবী ও দায়িত্ব বটে। এক্ষেত্রে নাগরিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে ফরমালিনের অযাচিত ব্যবহার বন্ধে সিটি কর্পোরেশন ব্যবসায়ীদের প্রতি ৩দিনের আল্টিমেটার ঘোষনা করেছে। আল্টিমেটাম ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মেয়র আরিফ।