আজ মুখোমুখি স্পেন-নেদারল্যান্ডস

spain netherlandসুরমা টাইমস ডেস্কঃ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের ৩-১ গোলের বিজয়ের পর বিশ্ববাসীর নজর এখন স্পেন ও নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচের দিকে।কারণ গতবার এই দু’দলই ফাইনালে মুখোমুখী হয়ে দর্শকদের অসাধারণ একটি ম্যাচ উপহার দিয়েছিল।
আজ বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে ইউরোপের এ দল দুটি।এই দুটি দল শেষবার মিলিত হয়েছিল ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে।যেখানে ১-০ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জয় করে স্পেন।
এদিকে দিনের অপর একটি খেলায় বাংলাদেশ সময় রাত ১০ টায় মেক্সিকোর মুখোমুখী হবে ক্যামেরুন।এর আগে কখনোই বিশ্বকাপে কোন আফ্রিকান প্রতিপক্ষকে হারাতে পারেনি মেক্সিকো।দিনের অন্য খেলায় বাংলাদেশ সময় ভোর চারটায় মুখোমুখী হবে চিলি ও অস্ট্রেলিয়া।
২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে দেয়া একটি গোলে পরাজিত হয়েছিল নেদারল্যান্ড।
আজ তাদের সেই ফাইনালের প্রতিশোধ নেয়ার দিন।তবে সেই ফাইনালটি আরো স্মরণীয় হয়ে রয়েছে শৃঙ্খলাভঙ্গের কারণে।
মারমুখী খেলার জন্য ঐ ম্যাচে ১২ জন খেলোয়াড়কে কার্ড দেখান ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব।ফিফা র‍্যাংকিংয়ে বর্তমানে স্পেনের অবস্থান প্রথম এবং নেদারল্যান্ডসের অবস্থান পনেরতম।