বিশ্বনাথে প্রিন্সিপল্ উইমেন্স কলেজের কৃতি সংবর্ধনা
বিশ্বনাথ প্রতিনিধিঃ সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, নারীরা আজ পিছিয়ে নন। সকল স্থরেই নারীদের অবদান রয়েছে। ইসলামও নারীদের মর্যাদা দিয়েছে। একজন শিক্ষিত মা একটি শিক্ষিক জাতি উপহার দিতে পারেন। তিনি গতকাল বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলার বাগিছাবাজারস্থ প্রিন্সিপল্ উইমেন্স কলেজে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের প্রিন্সিপাল এইচ.এম.আখতার ফারুকের সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা মুহাম্মদ ইসলামুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজের প্রভাষক খালেদ উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, কলেজের গভর্নিং বডি’র সদস্য কামাল আহমদ মাছুম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের প্রভাষক কবির আহমদ চৌধরী, ম্যানেজিং কমিটির সদস্য মিয়া মো. আমরোজ, আব্দুর রহমান, তৌফিকুর রহমান হাবিব, আব্দুর রহিম মিকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক মোনহর আলী, আব্দুল হান্নান, সুমন আহমদ, জয়নাল আবেদীন, আশরাফ আলী, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম লালু, জাতীয় পার্টি নেতা আব্দুর রব, বিশিষ্ট ব্যবসায়ী সহল আল-রাজী চৌধুরী, সংসদ সদস্যের একান্ত সহকারী তামিম চৌধুরী, উপজেলা যুব সংহতি নেতা নাছিরউদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোছা. আয়েশা বেগম শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন এইসএসসি ২য় বর্ষের ছাত্রী তানিয়া বেগম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ২য় বর্ষের ছাত্রী তাহমিনা বেগম।