এমসি ও সরকারি কলেজে ছাত্রদলের ছাত্র ধর্মঘট : ছাত্রলীগের ভাংচুর
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম হত্যাকান্ডের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের ৩ দিনের কর্মসূচি অংশ হিসাবে গতকাল রবিবার এমসি ও সরকারি কলেজে ছাত্রদলের ছাত্র ধর্মঘট পালন করা হয়।এসময় ছাত্রলীগ সিলেট সরকারি কলেজের অফিসের হিসাব রক্ষক রুম ভাংচুর করে। কলেজ সুত্রে জানা যায়,ছাত্র ধর্মঘটের কারণে ক্লাস বন্ধ থাকলেও এইচ এসসি পরীক্ষার ব্যবহারীক পরীক্ষা চলছিল। এসময় এইচ এসসি ব্যবহারীক পরীক্ষার খাতায় ছাত্রলীগের শিক্ষার্থীদেরকে নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য উপস্থিত শিক্ষকদের কাছে দাবি জানায় ছাত্রলীগ । নাম্বার না দেওযার জন্য শিক্ষকরা অপরাগত প্রকাশ করলে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে কলেজের অফিসের হিসাব রক্ষকের রুমের কাচের জানালা ভাংচুর করেন। এদিকে সকাল ১০ টায় কলেজ ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম ও বদরুল আজাদ রানার নেতৃত্বে এমসি ও সরকারি কলেজে ছাত্রদল নেতাকর্মীরা অবস্থান নেন। বেলা ১২ টার দিকে ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আসলামুল ইসলাম রুদ্র এমসি কলেজ ক্যাম্পাসে এসে তাদের সাথে যোগ দেন ।কলেজ গুলোতে ছাত্র ধর্মঘট স্বতস্ফূর্তভাবে সাধারণ শিক্ষার্থীরা পালন করেছে বলে দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা।এদিকে সরকারি কলেজে ভাংচুরের ব্যাপারে কলেজের অধ্যক্ষ প্রফেসর আশফাক আহমদ সীমার কাছ থেকে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন ,ব্যবহারিক পরীক্ষা চলাকালে অন্য ছাত্রদের কে শ্রেনীকক্ষে ঢুকতে না দেওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা ভাংচুর করেছে। তবে কলেজের ব্যবহারীক পরীক্ষা স্বাভাবিক নিয়মে চলছে। এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলেন, ছাত্র ধর্মঘট হলেও যথারীতি ভাবে ক্লাস চলছে।