ছাতকে দুইটি ইউনিয়নের বাজেট ঘোষনা
ছাতক প্রতিনিধিঃ সিংচাপইড় ইউনিয়নের ২০১৪-১৫ অর্থ বছরের নতুন উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৮৮লক্ষ ২৭হাজার ৩শ’ টাকা ও সম্ভাব্য ব্যয় ৮৫লক্ষ ৫হাজার টাকা ধরা হয়েছে। উদ্ধৃত্ত তহবিল ধরা হয়েছে ৩লক্ষ ২২হাজার ৩শ’ টাকা। বাজেটে সম্ভাব্য আয়ের মধ্যে সরকারি অনুদান ৬৫লক্ষ টাকা, সংস্থাপন কাজে অনুদান ৬লক্ষ ৫০হাজার টাকা, স্থানীয় সরকার ৫লক্ষ ৫০হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্থান্তর ৩লক্ষ টাকা দেখানো হয়েছে। অপরদিকে সম্ভাব্য ব্যয়ের মধ্যে রাস্তা নির্মাণ ও মেরামত বাবত ৫৩লক্ষ টাকা, কৃষি প্রকল্প (হতদরিদ্র) ৫লক্ষ টাকা, উন্নয়ন ব্যয় ৫লক্ষ টাকা, স্বাস্থ্য ও পয়ঃনিস্কাশন ৩লক্ষ টাকা, সেচ ও খাল ৪লক্ষ টাকা, শিক্ষা কর্মসূচি ২লক্ষ টাকা দেখানো হয়েছে। ইউপি চেয়ারম্যান মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি সচিব মানিক মিয়ার পরিচালনায় উন্মুক্ত বাজেট অধিবেশনে ইউপি সদস্যবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে নতুন কোন কর আরোপ ছাড়াই ছাতকের নোয়ারাই ইউনিয়নের ২০১৪-১৫ অর্থ বছরের নতুন উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১কোটি ৫৬লক্ষ ১৪হাজার ৭শ’ ৬৪ টাকা ও সম্ভাব্য ব্যয় ১কোটি ৪৫লক্ষ ২৪হাজার ৩শ’ ৩০টাকা ধরা হয়েছে। উদ্ধৃত্ত তহবিল ৯০হাজার ৪শ’ ৩০ টাকা ধরা হয়েছে। বাজেটে সম্ভাব্য আয়ের মধ্যে সরকারি বরাদ্ধ থেকে ৩১লক্ষ ২০হাজার টাকা, কাবিখা বা কাবিটা ও টিআর ৩৭লক্ষ টাকা, কর্মসংস্থান ৫০লক্ষ টাকা, রাজস্ব ১কোটি ৪০লক্ষ টাকা, এডিপি ৪লক্ষ টাকা, সংস্থাপন কাজে সরকারি অনুদান ৪লক্ষ ২৭হাজার ২শ’ ৪৮ টাকা, কর বাবত ৩লক্ষ ৩৫হাজার টাকা দেখানো হয়েছে। অপরদিকে সম্ভাব্য ব্যয়ের মধ্যে রাস্তা নির্মাণ ও মেরামত বাবত ৫৭লক্ষ ৭২হাজার ১শ’ ৮০ টাকা, কৃষি প্রকল্প (হতদরিদ্র) ৪লক্ষ টাকা, স্বাস্থ্য ও পয়ঃনিস্কাশন ৪লক্ষ ৫০হাজার টাকা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ৫লক্ষ ৯হাজার ৪শ’ টাকা, চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সম্মানী ভাতা বাবত ৩লক্ষ ৩০হাজার টাকা, কর আদায় বাবত ব্যয় ১লক্ষ ১৭হাজার ৩শ’ ৬০ টাকা, গৃহ নির্মাণ ৩লক্ষ টাকা, শিক্ষা কর্মসূচি ১লক্ষ টাকা, সেচ ও খাল ১লক্ষ টাকা, অন্যান্য খাতে ৫লক্ষ ১৩হাজার ২শ’ ২০টাকা দেখানো হয়েছে। ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুলের সভাপতিত্বে ও ইউপি সচিব আলাউদ্দিনের পরিচালনায় উন্মুক্ত বাজেট অধিবেশনে ইউপি সদস্যবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।